দেশ পাহারায় স্বঘোষিত চৌকিদার,
দেখি দেশ পুড়ে তাই অস্থি সার।
মহামারীর বিশ্বজোড়া মৃত্যু ভয়,
তাতে দেখি চৌকিদার উল্লাস ময়।
নিদান এলো প্রশ্ন বারণ,
সেই শুরু বন্দি জীবন।
এমন মৃত্যু চায় বা কে!
যেথায় পরিনতি ঠিকানা হিন এক লাশে।
ঘর বন্দী জীবন খিদেয় জ্বলে,
সে তো আর বিভীষিকা ময়।
খাদ্য চাইল যেই জনগণ,
শুরু চৌকিদারের চতুর ভাষণ।
তোমাদের সুধুই দেখি পেটের জ্বালা,
তাকিয়ে দেখ ঘুরছে খেলা।
দেশের ভাণ্ডার হোকনা উজাড়,
রাজপ্রাসাদ সাজবে আবার নতুন রূপে,
থাকবে স্ট্যাচু উচিয়ে মাথা আকাশ জুড়ে।
ধর্মের চুড়া দুলবে ভিষন,
দেখবে বিশ্ববাসীর অবাক নয়ন।
নাইবা পেলে খাদ্য তুমি,
কয়েক দিনের উপবাসে।
দেশের কথা একটু ভাব,
শেষ যাত্রার পথে শুয়ে।