স্বাধীনতার উল্লাসে মিশে,
জমাট রক্তে দগদগে ক্ষত।
একি মায়ের বুক বরাবর,
টানল আঁচড় কাঁটা তারে।
কাঁটা তারে মা ভাগ হল,
ভাইয়ের রক্তে ভাইয়ের স্নানে।
ভাতের লড়াই তুচ্ছ হল,
মুখ্য নাকি জাত অভিমান।
সেদিন যারা্ পদলেহনে,
অত্যাচারীর প্রধান সহায়।
রাজ মুকুটে তারাই দেখি
দিব্যি বসে দেশ শাসনে।
দেশ জুড়ে আজ ধর্ষক রাজ!
ধর্ষিতার ওই শরীর জুড়ে,
রাজ নেতারা রাজনীতির গন্ধ শুঁকে।
মুখ লুকিয়ে পথের মোড়ে,
মোমবাতিতে মাথা গুনে……
কে কতটা নারী দরদী,
এ ওর গায়ে কাদা ছিটিয়ে......
চেষ্টা চলে তাই প্রমাণে।
শাসক দেখি উঁচিয়ে মাথা,
ধর্ষনের দাম হাঁকায়।
দেশ জুড়ে আসছে আকাল,
মহামারীর প্রলয় গ্রাসে…
মরছে মানুষ লাখে লাখে।
কর্মহীন আজ দেশের মানুষ,
মরছে কত খিদের জ্বালায়।
তবুও দেখি শাসক ভীষণ খোশ মেজাজে,
রেডিও জুড়ে মনকি বাত।
যে দেশ মোদের মাতৃ সম,
আবেগে জড়িয়ে তার প্রতি ঘ্রাণ।
শাসক হয়ে সিংহাসনে
কোথায় নেবে পালন ভার ……
তার বদলে সেজেছে দালাল,
নিলামে তুলেছে দেশ………।
বধির বসে সিংহাসনে,
কোটি মানুষের হাহাকারে।
স্থির দেখি তার লোলুপ দৃষ্টি,
রক্ষী সেজে সর্বগ্রাসী।