ঝোড়ো হাওয়া বইছে যখন,
উথাল পাথাল মন জুড়ে।
সমীরণও চঞ্চলতায়,
একটু তারি পরশ খোঁজে।
ভাবনা গুলো মিলছে ডানা,
বৃষ্টি ধারার আলিঙ্গনে।
মন মাঝি হাল ছেড়ে আজ,
চলছে বয়ে স্রোতের টানে।
চারিপাশ তার শূন্য সেথায়,
আটকে পলক রূপের ছটায়।
রূপ সাগরে ডুবছে সে মন,
বেহেয়া সে ভীষণ রকম।
পরিচয় হিন পথের প্রান্তে,
ভাবলে নাহয় সৃষ্টি ছাড়া।
তাই বলে কি কৃপণ হব,
দু চোখ জোড়া দৃষ্টি সুখে।