আমরা নাকি মানবজাতি!
বিপদে বিজ্ঞান খুঁজি,
বাঁচাতে মরিয়া নিজের প্রাণ।
বিপদ ফুরালে ঘাতক সেজে,
চলে ভাইয়ের রক্তে লোলুপ ধর্মে শান।
রাজার ধর্ম প্রতিপালন...
সেই সেজে আজ ধান্দাবাজ।
রানীও দেখি ধান্দাবাজীর রাজ সভাতে,
মুখ গুঁজে কষছে হিসাব।
মাতৃ সুলভ আদল খানি...
কি ভীষণ লোলুপতার তীক্ষ্ণতায়।
আমরা একটু নাহয় মানুষ হব...
ধর্ম ভুলে মানবতায়।