নিষিদ্ধ গলিও ভালোবাসে বারবার,
নিষিদ্ধ গলিও ভাঙে কত বন্ধ দ্বার।
সভ্য যেখানে নিজেকে লুকায়,
সে গলি আলো আঁধারির বন্ধ দ্বার।
নিষিদ্ধ গলি হাত বদলের গল্প বলে,
নিষিদ্ধ গলি হাসি মুখে সাজে তির্‌ব বিদ্রুপে।
নিষিদ্ধ গলি মুখোশের পিছনের গল্প বলে,
নিষিদ্ধ গলি প্রতিক্ষণে নিলামে.........
যৌবন দর হাঁকে শরীরের প্রতি খাঁজে।
ওখানেও ঘটে কত মন বিনিময়,
কুঁড়ি ফুটে উহ‍্য শুধু তাদের পরিচয়।