আমি এখন শহর বাসি,
গ্রাম ছেড়েছি অনেক বছর।
কংক্রিটের শহর প্রান্তে,
আমার বসত নদীর চর।


এক টুকরো ঘর বেঁধেছি……
কংক্রিটের বক্ষ জুড়ে,
মশ্রিন এক আস্তরণ।


বদ্ধ ভূমির বর্জ্য ভার,
নদীর বুকে শেওলা দ্বার।
হাঁপিয়ে ওঠে প্রাণ খানি,
এ বদ্ধ ভূমির যান্ত্রিকতায়।


এখানে সম্পর্কের শুরু হোতে ইতি,
স্বার্থের মাপে তার গতিবিধি।
আমার সে ফেলে আসা গ্রাম ...
আজও পাই প্রতি ক্ষণে,
তার শরীর জুড়ে মেঠো ঘ্রাণ।


ধু ধু মাঠ, বৃষ্টি ফোটায়..........
কচি ঘাসে ভরেওঠা প্রান্তর।
তার বুক জুড়ে পশুর পাল,
ওরাও যেন সবুজে মাতাল।


তারিপর শস্য-ক্ষেত ...
সোনালী আভায় বয়ে আনে,
পল্লীর ঘরে ঘরে আনন্দ রেশ।


সম্পর্কের জোড় হেতায়,
গভীর শিকড়ের টান।
পল্লীর পার্বণ হতে পার্বণে ......
মেতে ওঠা এক প্রাণে,
সে বাঁচা হৃদয়ের বন্ধনে।