সাহিত্যের আজ ভীষণ মন কেমন......
পাঠকের সাথে মন কষাকষি নেই,
হয়না সেভাবে আর প্রেমালাপ।
কতো প্রেমিক দিয়েছে ডুব,
ছন্দের ভরা সেই যৌবন তরঙ্গে।
যৌবনে আজো ভরে আছে সে,
প্রেমের ডালি সাজিয়ে কতো রূপে।
তবু ওদের মন ছুঁয়েনা স্তব্ধ রাতে......
পাতা জুড়ে থাকা উজ্জ্বল যৌবন।
শরীর জুড়ে শিহরণ তুলেনা,
অবহেলায় পড়ে বিদ্রহি গল্পেরা।
কত নিষিদ্ধেরা প্রাণ পেয়েছে......
সৃষ্টি ছড়িয়ে কত মানবতার।
প্রেমিকেরা ফিরিয়েছে মুখ তবু,
ভাসছে ওরা আজ সময়ের স্রোতে।
স্রষ্টা সেতো সৃষ্টির সুখে আজো উন্মাদ,
থামেনি আজও কলম তার।
যেটুকু আছে বেঁচে প্রেমিকের দল,
হাসে, কাঁদে অনুভূতি গুলো খুঁজে......  
হোকনা সে অতি ক্ষুদ্র দল।