তুমি শূন্য পৃথিবীতে,
তোমায় নিয়ে নিত্য চলে কাড়াকাড়ি।
তোমায় নিয়ে ব্র্যান্ড বাজারে…
দালালরা সব বিজ্ঞাপনে,
বেশ ধরে কতই না রকমারি।
পুণ্যের থালা শূন্য সেথায়,
আমদানি বেশ আগে পিছে।
কালো সবি সাদা সেথায়,
নিত্য মালাই চাঁটে ষাঁড়ের পালে।
দালালরা সব একজোট দেখি ,
তোমার বাজারে যখন মন্দা লাগে।
বিজ্ঞাপনে তোমার দর বাড়াতে,
সুড়সুড়িতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে।  
শ্মশান আর কবর স্থানে,
মিছিল যখন চলে চোখের জলে।
আমজনতার আবেগ জুড়ে,
দেখি তখন তোমার নামে বাজার চড়ে।
তোমার কাব্য ওরাই লেখে,
দোকান দারির হিসেব মেপে।
তোমায় নিয়ে নিত্য নতুন,
দালাল গড়ে কতই না গবেষণা।
চিহিদা মত ধরতে বাজার,
তোমার নামে সাজ বদল খেলা চলে।