গল্প ☆ কুঞ্জলতা
লেখক ☆ মাহমুদ সোহেল,


গল্প থেকে নেওয়া অল্পাংশ,
যাকে নিয়ে গল্পটা লেখা তার নাম সীমান্ত,
সীমন্ত যখন একেবারেই গ্রামে চলে যায়, তখন কিছুদিন তার মন খারাপ থাকে, ঐ কিছুদিন এর একদিন এক পথিকের সাথে দেখা হয়, তখন সীমন্ত অতি আগ্রহ  নিয়ে ঐ পথিকের উদ্দেশ্য জানতে চায়,  তখন পথিক বলে


একটা সুখী দেশের সন্ধানে,
হোক তাহা সপ্নের দেশ,
হোক তাহা রুপকথার দেশ।
যেখানে পাখিরা কথা বলে,
যেখানে হীরন সিংহ এক পথে চলে।


যেখানে অথৈ নদীর ঢেউ খেলে পানি,
যেখানে বাঘ মহিষের নেই হানাহানি।
যেখানে পথিক, খুঁজে না পথের দিক।
যেখানে হাসির সুরয্য উঠে,
যেখানে চাঁদ এর আলোয় পুষ্প ফুটে।  


একটা সুখী দেশের সন্ধানে,
হোক তাহা সপ্নের দেশ,  
হোক তাহা রুপকথার দেশ।
যেখানে নেই হিংসে দন্দ,
যেখানে নেই প্রজার শোকে রাজার আনন্দ।  
যেখানে জ্বলে না ঈর্ষার অনল,
যেখানে বাজে না বিষাদের মাদল।  
এমন একটা দেশের উদ্দেশ্যে হেটে যাচ্ছি।