এই রাস্তা
দিয়েই পথ  চলা শুরু।  


এই পথে হেঁটেই ,
অন্য  পথ গুলো চেনা।  
একদিন এই চেনা পথ গুলো
ঘোলা চোখে অচেনা হয়ে যাবে।  


এই পথে
পড়ন্ত বিকেলে প্রতিদিন
আড্ডা দেওয়া মানুষ গুলো একদিন
ছড়িয়ে ছিটিয়ে যাবে পৃথিবীর চারপাশে।  


হয়তো বা
অনেক বছর পর ,
আবার কোনো অবেলায় ,
এই পথে হেটে যাবো। ..
চারিদিকে তাকিয়ে নিশ্বাস নিতে
খুব কষ্ট হবে।  


এই পথের
আলো, বাতাস।  
প্রযুক্তি গুলো ছিনিয়ে নেবে।  
পথের পাশে বড় বড় - অনেক বড় অট্টালিকা
আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে রবে।  


এক দিন এই চেনা পথ
ঘোলা চোখে অচেনা হয়ে যাবে।