একদিন একটা গল্প লেখবো ।
তোমার , আমার গল্প ।
বৃষ্টি ভেজা গল্প ,
জীবনে তো কম গল্প লিখিনি ...
সুখ দুঃখের গল্প ,
আকাশ ও নদীর গল্প ,
পাহাড় ও ঝর্নার গল্প ,
মানুষের গল্প , অন্য সবার গল্প লেখেছি ।
শুধু তোমার আর আমার গল্পটা আজো লেখা হয়নি ।


একদিন একটা গল্প লেখবো ।
ঘুমিয়ে যাবার গল্প ...
মনে আছে ?
তুমি ফোনের উপর ফোন দিয়েছিলে , (ল্যান্ড লাইনে)
আর আমি ঘুমের ঘরে আঁটসাঁট ঐ কালো মেয়ের স্বপ্নে সাড়ারাত কাটিয়েছি ।
সকালে যখন আমি তোমাকে ফোন ব্যাক করলাম ...
তুমি রেগে মেগে আমাকে বকছিলে তো বকছিলে ।
আমার খুব ভালো লাগছিলো ।
তখন ভেবেছিলাম তোমাকে আরেকটু রাগাই ,
তোমাকে রাগানোর জন্য -  
স্বপ্নে দেখা সেই কালো মেয়ের গল্প বলেছি তোমাকে ।
আমি অবাক হয়েছি এই ভেবে যে
গল্পটা শুনার পরেও তুমি রাগনি ।


আচ্ছা তুমি কেন রাগনি বলতো ?
আমি জানতে চেয়েছি তুমি কেন রাগনি ?
বার বার অনেক বার জানতে চেয়েছি
তুমি কেন রাগনি ?
কিন্তু তুমি কিছুই বলোনি ।
জানো ? সেই জানার ইচ্ছেটা এখনো মরে নি ।


মনে আছে ?
একদিন রাতে তোমাকে নিয়ে একটা পত্র লিখেছিলাম ,
অবশ্য তুমি তার কোন উত্তর দাওনি ।
আমার মনে আছে -
সেদিন তোমাকে একটা নামও দিয়েছিলাম -
নিদ্রিতা ।


সেই পত্রে বলেছিলাম
প্রিয় নিদ্রিতা,
এই নামটা তোমারি জন্য ।
আমার তো এর চেয়ে বেশি কিছু দেবার সাধ্য নেই ।
বলতে পারো নিদ্রিতা কেন ?
আমি বলবো জানিনা ।
তবে আমি তোমার মাঝেই নিদ্রা যাবো ।
যখন তুমি রাত হবে ,
আমার ঘরের আধার হবে ,
জানালার ফাকে চন্দ্র হবে ,
তুমি আমার চোখের নিদ্রিতা হবে ।


ভাবছো কত পাগল আমি - কি ভুলভাল বকছি তাইতো ?
হ্যাঁ , হয়তো তুমিই ঠিক ।
হয়তো বা ভুলভাল বকছি ।
তবে সমস্ত ভুলের মাঝেও -
ছিল আবেগ , ছিল মায়া , ছিল ভালোবাসা , ছিল তোমাকে খুশি করার কিছু ইচ্ছে ।


এখন আর বয়স নেই ।
বৃদ্ধ হয়ে গিয়েছি ।
এখন শুধু স্মৃতিচারণ ।


মনে পড়ে ,
এই তো সেদিন ।
তুমি স্কুল থেকে বাড়ি আসতে ,
নীল সাদায় মিলিয়ে স্কুল ড্রেসটা পরে , বড় করে ঘোমটা দিয়ে স্কুল থেকে আসতে ,
আর একটু পর পর আড়চোখে আমার দিকে তাকাতে ।
জানো ? তোমার সেই হরিণী চাহুনির জন্য -
কত দুপুর না খেয়ে থেকেছি , তোমার অপেক্ষায় ।


আজ কত বসন্ত তোমাকে দেখি না ।


মনে আছে ?
একবার  শাঁক তুলতে মাঠে গিয়েছিলে ,
শীতকালীন কোন বিকেলে ।
আমি সেখানে ক্রিকেট খেলছিলাম ।
তুমি ঠায় দাড়িয়ে ছিলে বেশ কিছু সময় ।
আমিও কিন্তু দেখেছিলাম তোমাকে ।
হ্যাঁ , সেটা বুঝতে দেইনি ।
এটা প্রেম হবার আগের কথা ।


একদিন একটা গল্প লিখবো ।
তোমার, আমার গল্প ,
তোমাকে হারিয়ে ফেলার গল্প ,
তোমাকে হারানোর কষ্ট গুলোর গল্প ।  


জানো ?  
তোমাকে হারানোর পরে ,
আমি কেমন জানি হয়ে গিয়েছি ।
খুব আবেগি ...কবি , কবি ভাব ...  
সেদিন একটা কবিতাও লিখেছি ।


বোকারা প্রেম করেছে , হয়েছে ইতিহাস ।
বোকাদের মত প্রেম করে , হয়েছে আমার সর্বনাশ ।
হারিয়ে ফেলেছি তোমারে - ঘন কুয়াশার ভোরে ।


আমার মন বলে দেখা হয়ে যাবে ,
যদিও তা আশাহীন ,
তবুও মন বলে দেখা হয়ে যাবে ।
দেখা হয়ে যাবে শীতকালীন কোন বৃষ্টির মত ,
কিংবা নববসন্তের হঠাৎ বয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত কোন ঝড়ের মত ।
হয়তো দেখা হয়ে যাবে এভাবেই ।


জানি শুধুই দেখা হবে ।
হয়তো দেখা হবে  দূর থেকে দাড়িয়ে ,
হয়তো দেখা হবে নতুন কোন স্বপ্নে ।
এ জন্মে না হয় পরের জনমে , নতুন কোন জীবনে ।
দেখা তো হবেই একদিন ।


একদিন একটা গল্প লেখবো ।
তোমার , আমার গল্প ,
তোমাকে ফিরে পাবার গল্প । ]
একদিন একটা গল্প লেখবো ।


ধন্যবাদ সবাইকে  কষ্ট করে পড়ার জন্য ।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ,