মুছে দাও ,মুছে যাও।
কি পাবে আমার কাছে ?
চলে যাও,  চলে যাও,


এই ঘরে আলো নেই ,
এই ঘরে চুলো নেই।
কি হবে এখানে থেকে ?
চলে যাও, আমি বলছি - চলে যাও,


চলে যাও সুখের দেশে ,
মিশে যাও সবুজের আবরণে।
এখানে সবুজ নেই ,
এখানে সজীবতার ঘ্রান নেই।
কি পাবে এখানে থেকে ?
চলে যাও, বলছি না - চলে যাও।


চলে যাও
রূপকথার দেশে ,
মিশে যাও নীল নীল আকাশে ,
ভেসে যাও শুদ্ধ বাতাসে।
এখানে স্বপ্ন নেই , এখানে নীলিমার নীল নেই।
কি করবে এখানে থেকে ?
চলে যাও, আমি বলছি-চলে যাও।


চলে যাও
এই অন্ধকার থেকে ,
জীবনটা ভরে নাও প্রদীপ্ত আলো মেখে।
এখানে আলো নেই , এখানে স্বচ্ছ এক ফোটা জলও নেই ,
কিছুই পাবে না এখানে থেকে ,
ভালো হয় , খুব ভালো হয়, তুমি চলে যাও,


--------------------------------------------------------------------------------------------------------------
আবেগ গুলো মাঝে মাঝে কতটা নিষ্ঠুর হয়ে যায় ,  তাই না ?
বস্তুতপক্ষে তুমি এখানে নেই বলেই -
তোমাকে দূরে ঠেলে দেবার মিথ্যা প্রচেষ্টার আকুলি , আবেগী কটাক্ক কথার ভাজন ভাজা।


সত্যি যদি তুমি এখানে থাকতে ,
তাহলে এই ঘরে আলো থাকতো , এই ঘরে চুলো থাকতো।
আমার প্রকৃতি হতো মন মাতানো সবুজের সমাহার ,


সত্যি যদি তুমি এখানে থাকতে ?
রূপকথার দেশ বানাতাম বুকের ভিতরে ,
নীলিমার সবটুকু নীল কিনে দিতাম তোমারে ,
সত্যি যদি তুমি এখানে থাকতে ?


--------------------------------------------------------------------------------------------------------------
তুমি এই ঘরে নেই , অথচ তুমি এখানেই আছো ,
আমার কল্পনার সমগ্র পৃথিবী জুড়ে তুমি দীপ্ত বসে আছো -
প্রদীপ্ত চঞ্চলা সরসী এক অনন্য কিশোরী ।
তুমি এখানে হেসে যাও , খেলে যাও , দোলে যাও।
তুমি ভুলে যাও তোমার অস্তিত্ব , তুমি এখানেই মিশে মিশে প্রতিনিয়ত অভ্যস্থ
আবার তুমি এখানেই হারিয়ে যাও  ,
আমার কল্পনার প্রিয়ন্তি ,
তুমি এখানেই হারিয়ে যাও আমার কল্পনার পৃথিবীতে ।