এ পথের নাম জানা নেই,
যে পথে দিয়েছি পা-
জানিনা তার শেষ ঠিকানা
কোন সে তরীর গা।


হেটেছি এই পথের বাকে
দিন থেকে রাত ,
সেখানেই ঘুমিয়েছি-
যেখানে হয়েছে প্রভাত।


দুঃখের পাথারে করেছি চাষ,
সুখের পাইনি দেখা ।
সঙ্গী বিহীন এপথে আজ
তাই তো চলছি একা একা ।


এ পথেও আবার নেমেছে আধার,
পাইনি আলোর খোজ,
পাইনি খুজে সঙ্গী কভু
খুজেছি তবু রোজ ।


এ পথেই হারিয়েছি দিক ,
পথ হারা পথিক - হয়ে গেছি আজ ।
কভুও আসেনি এ পথে মোর
সরনালীর সাজ ।
এ পথে আজ ক্লান্ত
মায়া নদীর মন মাঝি ।


বিঃ দ্রঃ- এখানে অনেক জায়গায় চন্দ্রবিন্দু আছে কিন্তু আমি দিতে পারছি না । আবার একটা জায়গায় রেপ আছে সেটাও দিতে পারিনি ।
পাঠকরা দয়া করে বুঝে নিবেন । ধন্যবাদ