তোমাকে কত বার বলতে গিয়েছি ,
পারিনি বলতে তা , কত বার ফিরেও এসেছি ,
আবারো বলতে চেয়েছি ,
তবুও না বলতে পেরেছি ,
তোমায় বড্ড বেশি ভালোবাসি ।


নীরবে নিভৃতে কত কবিতা লেখেছি
একা একা কত আবৃত্তিও করেছি ,
আবার , তোমার কাছে গিয়ে হাবু হয়ে গেছি ,
তবুও না বলতে পেরেছি ,
সে কথাটা ,
তোমায় অনেক বেশি ভালোবাসি ।


তোমায় নিয়ে কত গানও লিখেছি ,
একা একা গেয়েও দেখেছি ,
তুমি ছাড়া এ গানের সূর না খুঁজে পেয়েছি ,
শুধু সে গানের ভাষায় কেবল বলতে পেরেছি ,
তোমায় খুব বেশি ভালোবাসি ।


তোমাকে কত বার বুঝাতে চেয়েছি ,
তবুও না বুঝাতে পেরেছি ,
ব্যর্থ হয়ে কত বার ফিরেও এসেছি ,
তার পরেও গিয়েছি ,
আবারো বুঝাতে চেয়েছি
তোমায় কতটা ভালোবাসি ।


আজ তুমি চলে গেছ মায়া , মায়ার নদীতে পাল উড়িয়ে ,
আমি আজো পরে আছি পুরনো সেই মায়া নদীর তীরে ।
কতটা অপদার্থ আমি , আজো না তোমার সামনে তোমায় বলতে পেরেছি ,
তোমায় ভীষণ ভালোবাসি ।