( উপন্যাস কুঞ্জলতা থেকে নেওয়া কবিতাংশ ।
লেখক : মায়া নদীর মন মাঝি )


যত বেশি ভালোবাসি , তত বেশি ভালোবাসি ।
তত বেশি ভালোবাসি , যত বেশি চাঁদের হাসি ,
            আঁধারে , অন্ধকারে।


যত বেশি তোমাকে চাই , তত বেশি হারিয়ে যাই ।
যবে যত বেশি হারিয়ে যাই , তবে তত বেশি তোমাকে পাই ,
                 মনে, আনমনে ।


যত বেশি তোমায় ভাবি , তত বেশি স্বপ্ন বাড়ে ।
যত বেশি স্বপ্ন বাড়ে , তত বেশি তোমাকে চাই ,
                 নিদ্রায় , জাগরনে ।


বুকের
ভেতর খাল
কেটেছে চোখের জল ।
বাহিরে যা ঝরছে সে তো
অল্পাংশ , ভিতরে তার অধিকাংশ ।
হৃদয় নাকি অগ্নিযন্ত্র , পোড়ায়ে পোড়ায়ে
কলিজা করেছে লাল।তার মাঝে লেগেছে কালো
ধোঁয়া, পরিপূর্ণ  হয়েছে বাদামী রঙ্গে । আর কত মূর্ছা যাবে ?
উপেক্ষা করো না আমায় , ফিরে এসো কুঞ্জলতা ।