ইস
এমন যদি হতো ,
তাহলে কেমন হতো ?
আমি মরে যাবার পর আমার আত্মাটা বাতাসে মিশে যেত,
বাতাসের সাথে মিশে মিশে আমি চলে যেতাম
পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে |


যেতে পথে আমার সাথে দেখা হয়ে যেত
আমার শৈশবে হারিয়ে ফেলা আমার বাবার |
বাবা খুব উৎফুল্ল হয়ে হয়ে বলতো চল তোকে তোর ভাই বোনের সাথে দেখা করিয়ে দেই |
আপুতো আমাকে দেখে সে যে কি খুশি হতো !
আর ভাইয়া তো এসে বলতো কিরে তুই তো একেবারে আমার মতো হয়েছিস |
চল তোকে দাদুর কাছে নিয়ে যাই তুই তো আর দাদুকে দেখিস নাই |.


এভাবে একে একে
সবার সাথে দেখা হয়ে যেত |.
দেখতাম সবাই কত সুখে আছে সেখানে ,,
কোনো মারামারি , কাটাকাটি , হিংসা , দ্বন্দ্ব কিছুই নেই , নেই কোন স্বর্গ নরক |
সেখানে কারো ক্ষুদা নেই ,
সেখানে কোন যৌবনের কামনা যাতনা নেই ,
সেখানে কিছুই নেই |
আছে শুধু সবার প্রতি সবার ভালোবাসা ,
আর হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে একাকার হয়ে যাওয়া |
ইস
এমন যদি হতো তাহলে কেমন হতো ?


(জানিনা এটাকে কবিতা হিসেবে বিবেচনা করা হবে কি না ? তারপরেও মন চাইলো তাই প্রকাশ করলাম .কারো যদি খারাপ লেগে থাকে আমি আন্তরিক ভাবে দুঃখিত )