তোর জোর শুরু প্রচার,  যেন লেগেছে রণক্ষেত্রে জোয়ার! কার হবে জীত্‍ কার হার? পাঁচটি বছর সম আহার।                                             লঙ্কা যে দখল করে সেই নাকি রাবন, তারা মুখোশ পরা সুধুই সাজে ব্রামণ! জনগন বাঁচাঁর তাগিদ একইভাবে ছুটে প্রাণপন! রাজনিতি আজ ব্যাবসায় পরিনত রুপ যেমন।                        জনগন নাকি মূর্খমাছি দেশেরনেতা মাকরসা, জালবোনে প্রতিক্ষনে মাছি তাদের ভরসা!  তাদের জালে দেয় ধরা বোধহিন মাছিরা! হাস্যকর কিছু মাছির নূন আনতে পান্তা ফুরোয় তাদের খায় মাকরসা।।