তুমি যদি নাই থাকো মোর পাশে
কি বা মূল্য অাছে তুমি হিনা জীবনে?
পথ হবে শূন্য তোমার বিহনে,
জীবন হবে বৃথা মরুভূমি সেজে।
চাতক পাখির মতো হবে সদা
সারাবেলা থাকিতে হবে চাহিয়া-
হবে কখন বৃষ্টি তুমি
ঝড়ে পড়বে নিরিবিলি,
হব অামি মাটি ধারা
মিশবে তুমি অামার হয়ে;
কাদার মাঝে প্রেমের সুধা
ভালবাসার রঙ্গলীলা।
তুমি হিনা সবি মিছে
বুকের মাঝে বেদনা খেলা করে,
চৈত্র মাসের রুক্ষ মাটির মতো
জীবন তটে হয়েছে ক্ষত।
অন্ধকারের কালো রেখা হয়ে সাথী
থাকে মোর পাশে সারাবেলা,
জীবন থেকে অালোর স্পষ্ট ধারা
হয়ে গেল বিলিন অাধারের ছায়া।
বৈঠা ছাড়া অচল নৌকা
মাঝ নদীতে হাবুডুবু খায়-
একা পড়িয়া
তেমন করে অামি সদা
তুমি হিনা রয়েছি একা;
একবার ডুবি একবার ভাসি!
সাঙ্গ হবে জীবন মেলা।
নাই কোন অাজ কুল কিনারা
হয়েছি একা তোমার লাগিয়া,
এই বুঝি মোর জীবন ধারা
তুমি ছাড়া কষ্ট পাওয়া।