অায় সকল বন্ধু মোরা
নদীর ঘাটে যাই,
অাঁচল ছেকে ধরবো সবায়
ছোট পোনা মাছ।
অার অাছে কুচ চিংড়ি
নদীর কিনারে থাকে ভাসি,
ধরবো সবায় হাতের তরে
সবায় চল নদীর ঘাটে।
অাজ থাকবেনা কোন বাঁধা
ছুটোছুটি করবো মেলা,
ধরবো সবায় ঝাকে ঝাকে
জলের সাথে অাপন মিশি-
নানা মাছ অাঁচল ছেকে
হবে ভোজন নদীর বাটে।
মাছের সাথে নতুন ভাত
খেতে হবে অনেক সাধ!
রইবো না কেউ একা পড়ে
চল সবায় নদীর ঘাটে।
রান্না করবো সবায় মিলে
কাজ করবো এক সঙ্গে,
খাবো সবায় কলা পাতাতে
বেশ অানন্দ মজা সে যে।
ভোজন হবে সবার তরে
ফিরবো মোরা সন্ধ্যা ক্ষণে,
চল এখন সবায় তবে
নদীর ঘাটে মাছ ধরতে।