হায় প্রেম হায় ভালবাসা
নিংস করিতে তোমার লাগেনা,
সময়ের কোন বেলা।
হাসাও তুমি কাঁদাও তুমি
তোমার তরে বেদনার ঢেউ;
কাল বৈশাখীর ঝড় হয়ে হানা দেয়,
পরাণ মাঝে খুব সংগোপনে।
ক্লান্ত অামি তোমার পথ পানে
থাকিতে পারিনা অার চাহিয়া!
সময় চলে যায় সময়ের টানে
অামি থাকি একাকী পড়ে;
সন্ধ্যা ক্ষণে সবায় ফিরে ঘরে
অামারতো হয়না ফেরা তোমার তরে,
মরীচিকা হয়ে তুমি খেল গোপন খেলা
পারিনা অামি বুঝিতে তোমার রঙ্গলীলা।
সুখ অাজ হারিয়েছে অজানা স্থানে
দুঃখের ভেলা অভিরাম ছুটে চলে-
মন সাগরে খেলে অাপন খেলা
সবি তোমার মিছে ছলনা!
কাঁদাতে মোরে তুমি কর নানা বাহানা,
তোমার মাঝে রয়েছে কায়ার
কারুকার্যের নানা রঙ্গের মেলা।
কাঁদি অামি তাই দিবানিশি হায়
পড়িয়া ছলনার গোপন অাধারে,
কষ্ট দিতে কাঁপিল না বুক তোমার?
হৃদয় মাঝে হইল না বুঝি সাড়া
অতি যতনে মনের অাদলে,
সাজিয়ে ভালবাসার ঘর খানা,
নিজ হাতে ভাঙ্গলে তুমি
সুখের তরী শূন্য করিয়া।