অাজ সকাল জুরে বরষার অভিরাম ঝরা
ক্লান্তিহীন ভাবে বৃষ্টির হয়েছে সাড়া,
চারিদিকে শুধু রিমঝিম সুরে
খেলছে বাদল অাপন খেলা।
নেই কোন কোলাহল নিশ্চুপ সবি
শুধু শোনা যায় বৃষ্টির সুরের ধ্বনি!
প্রকৃতি মেতেছে মাতঙ্গ খেলায়
গাছের ওপর প্রতি শিড়ায় শিড়ায়;
বাদল ফুটা,দিয়ে যায় দোলা
অানন্দে নাচে সকল জগৎ মেলা।
বৃষ্টির সুরে মনে পড়ে গেল তোমারে
এমনি একদিন বৃষ্টির ক্ষণে,
তোমার সনে হয়েছিল দেখা
পথের শেষ প্রান্তে বৃষ্টিতে ভিজে।
বৃষ্টি অাজ দিল মোরে বিরহ বেদনা
তোমার তরে হয়েছি নিংস,
দিবানিশি হয়েছে সাথী ক্রন্দন রেখা
প্রতিক্ষণে কষ্ট পাই তোমার তরে।
প্রকৃতি মেতেছে সুরের খেলাতে
ভিজে প্রকৃতি জলের তরঙ্গে!
এমন সময়ে মোর হৃদয় পানে
তোমার দেওয়া কষ্ট গুলো;
সেজে রঙ্গের নানা বাহানা,
হানা দেয় বৃষ্টির সুরের তালে
হৃদয় ভাঙ্গে রিমঝিম সুরে।