ছোট অামি নেইতো জানা
  অনেক প্রশ্ন মনে অাছে জমা,
যেখানে যাই সুধাই যারে
  সবায় বলে থাক চুপ করে।
এমন হলে কেমন করে
  খুঁজবো উত্তর প্রশ্নের তরে;
জানবো তবে কিসের জোরে
  সূর্য কেন উঠে অাকাশে?
অাকাশ হতে জমজমিয়ে
  কেমন করে বৃষ্টি ঝড়ে?
হাওয়া কেন যায়না দেখা?
  কিসের তরে ফুলের শুভা?
মাছ বাঁচেনা কেন তবে
  ডাঙ্গার ওপর পানি বিনে?
মধুর সুর পাখির গলে
  কেমন করে হল তবে?
রান্না কেন হয়না মজা?
  লবণ বিনা শুধুই ছেচা।
কেমন করে গাছের ডালে?
  জন্ম হয় সকল ফলের।
প্রশ্ন অনেক নাই উত্তর
  কেমন করে হবে জানার,
কে বলিবে অামায় তবে?
  সব উত্তর নিজ মনে।
সব নাকি অাছে লেখা
  সারি সারি উত্তর মালা,
বইয়ের পাতায় যত্ন করে
  পড়ব অামি বড় হয়ে।