বহুদিন পরে মনে পড়ে গেল তোমারে
স্মৃতির অন্তরনীহিত গভীর মায়ার টানে,
সুজলা সুফলা,সুখময় জীবনধারা
সময় হয়েছিল,সুখের পথ ছায়া
ক্ষণে ক্ষণে হতো পার সময়ের রেখা;
শুধু তুমি অার অামি চোখে চোখ রাখি-
হারাতাম অজানা সুখের অন্তর নীড়ে।
অাশা সকল স্বপ্নমালা সকলি ভালবাসা
শূন্য হৃদয়ে,তোমার সুপ্ত ছুঁয়া
তোমার পরশে হারাতাম সুদূরে
থাকিতনা কোন,ব্যথার করুণ রেখা
হাতে হাত রেখে পাশাপাশি চলা
চোখের ভাষাতে পুলকিত হতো যে,
গহিন হৃদয়ের অনন্ত ভালবাসা।
সবি হল মায়া ছলনার কায়া
অন্ধকারে হয়েছে বিলিন স্বপ্ন মায়া
হারিয়েছে সুখ,দুঃখের উল্ট পিঠে
ভালবাসা হয়েছে নির্মম মরীচিকা!
অাসেনা জল দু'চোখের কোণে,
শুধু হয় রক্তক্ষরণ হৃদয় জুরে।
ভালবাসা বুঝি কেড়ে নেয় সবি
দিয়ে যায় যাতনা নিষ্ঠুর হয়ে,
প্রতিনিয়ত কাটে সময় দুঃখের স্রোতে
নিংস করিল প্রেম ভালবাসার পরশে।