টুনা অার টুনি মান অভিমানে
  করছে ঝগড়া সন্ধ্যার ক্ষণে,
টুনি কয় টুনারে
  হয়না পূরণ ইচ্ছা তোমার তরে।
দেওনা কিনে নতুন জামা
  হয়না খাওয়া পায়েস পিঠা,
মিষ্টি কথা কওনা হেসে
  কইবো না কথা তোমার সনে।
গয়নাগাটি হয়না কেনা
  বললে বল এখন না,
বাজার নাই ঘরেন মাঝে
  রইব না অার এই সংসারে।
টুনা বলে ওই টুনিরে
  রাগ করেনা মোর সোনারে,
অাইনা দিমু বাজার থেকে
  নতুন জামা কিইনা তোরে।
চুপ করে থাকিস না অার
  অাইনা কাছে তুই অামার,
গয়নাগাটি সবি দিমু
  হইব না অার ভুল অামার।
টুনা টুনি একি সাথে
  মান অভিমান সকল ভুলে,
প্রেমে পূর্ণ ভালবাসার টানে
  সংসার করে দুঃখ ভুলে।