অাজ ঝোড় ঝোড় শ্রাবণ ধারা
বাদল ধরার বুকে খেলিছে খেলা,
বইছে হাওয়া চলছে সদা
জলে ভেজা সুপ্ত বাওয়া।
পৃথিবীর কোণে কোণে সিক্ত পরশে
প্রকৃতির প্রতিটি অঙ্গ ধারাতে,
জলের ছোঁয়া দিচ্ছে দোলা
রিমঝিম সুরে বলছে কথা।
অাজি এই ক্ষণে,মন থাকেনা ঘরে
ছুটে চলে মন,তেপান্তরের মাঠে
দূর থেকে দূরে বৃষ্টির সাথে মিশে
জলের সঙ্গে অাপন মনে ভেজা-
হতে চায় হৃদয় জলের কায়া
মিশে হব একাকার,বাদল ধারাতে
উষ্ণ পরশে নেব মায়া শ্রাবণের টানে।
হাসে প্রকৃতি মিষ্টি হেসে
বাতাসের সুরে বাদলের গীতি,
মন মানে না কোন বাঁধা
অাজি খেলিছে বাদল খেলা।
হৃদয়ের কুঞ্জবনে অালত পরশে
মনের কোণে সুখের হাসিতে;
রিমঝিম সুর তুলে,বাদলের হাওয়া
ক্ষণে ক্ষণে বলে অাপন কথা
থাকিতে পাশে শুনাতে গান:
তুলেছে সংগীত সুরের ঐক্যতান,
কাটিছে সময় বাদলের সাথে
বৃষ্টিতে ভেজা প্রকৃতিতে মিশে।