জাবেদ মিয়া মোদের কাকা
কথা তাহার এটম বোমা,
  বললে কথা হয়না থামা
   ঘোড়ার দৌড়ে চলে কথা।
একদা এক হইল কি
পিছল খেয়ে পড়লেন তিনি,
  হইল সাড়া অকাল ধারা
   কোমর বুঝি গেল ভাঙ্গা।
হায় হায় হল কিরে
অামের খোসায় পায়ের টানে,
  অাছার খেয়ে ধপাস করে
   পড়লেন মিয়া কেচাং করে।
গেলেন রেগে এলেন মেগে
রাজার কাছে নালিশ দিতে,
  অামের খোসা কাহার তবে
   করতে হবে বিচার সবে।
রাজা কহেন ওহে বাপু
খোসার দোষ নহে কিছ,
  দেখে শুনে চললে পিছু
   হয়না খাওয়া অাছার তবু।
জাবেদ মিয়া শুনেনা কিছু
বিচার চাই এইটাই শুধ,
  কিসের তরে কেমন করে
   খোসা ফেলে পথের বাটে।
করতে হবে এবার তবে
খোসার মালিকের বিচার জোড়ে,
  মানি নাতো কোন কথা
   বিচার চাই এইটা সোজা।
বাচাল সেজে ঠেটাও তবে
নিজের দোষ দেখে নারে,
  পরের তরে রেখে সবি
   চলছে সদা নিজের জুরি।