কি পেলাম তোমায় ভালবেসে
মনের গহীনে বেদনা খেলা করে,
দিয়েছ মোরে কষ্টের গীতি মাল্য
বিরহ যাতনা সুপ্ত অভিলাসে!
ছিনিমিনি খেলছে,অামায় তুচ্ছ করে
ভেঙ্গেছ অামার,সাজানো ভালবাসা
রঙিন স্বপ্ন অার অাশার তরী।
অঝর শ্রাবণ ধারাতে অাজ অামি
একাকী নিংস্ব হয়ে ভিজে চলি-
মনে হয় মাঝে মাঝে,হৃদয়ের অন্তিম কোণে
বিরহের ধ্বংসলীলা হয়ে হিংস্র থাবা!
ক্ষত বিক্ষত করে দেয় মনের ভেতর;
অার মৃদু স্বরে বলে যায়,
কষ্টের ঝড় হাওয়ার নির্মম বাণী।
এতো কষ্ট ছিলনা জানা
লেখা অাছে ভালবাসার উল্টো পিঠে,
যে কষ্ট অাজ অামাকে,
যাতার মতো পিষে সাথী হয়ে।
সুখ অাজ হয়েছে মরীচিকা
হারিয়ে গিয়েছে অজানা মায়াজালে,
বিরহ বেদনা তছনছ করে দিয়েছে
অামার মনের,ভেতর বাহির সবটা।