জানা ছিল না তোমার ভালবাসার রন্ধ্রে রন্ধ্রে
ছড়িয়ে রয়েছে,ছলনার বিষাক্ত ছোঁয়া
চলে গেলে তুমি দিয়ে গেলে মায়া,
দুঃখের শরীরে অাজ দুঃখের ছায়া।
হয়েছে সুখ ছন্নছাড়া করুণার কোণে
বিশ্বাস নামের অতি মূল্যমান ধারা,
ক্রমে ক্রমে বিলিন হয়েছে,অাধারের ঘরে
শূন্য হৃদয়ে মরীচিকা করে খেলা;
সবি ছিল ছলনা তোমার অাপন মায়া।
অঝরে শ্রাবণ ধারা মানেনা কোন বাঁধা
অবিরত ঝড়ে পড়ে ভিজে চলে কায়া:
একটু একটু করে সময় বয়ে চলে,
হারিয়ে গিয়েছি অামি বেদনার বাকে।
প্রেমের তরী হারিয়েছে কুল
ভালবাসার টানে হয়েছে সবি ভুল,
দিয়ে গেলে মোরে যাতনার খেলা
শিরা উপশিরায়,রক্তের অলি গলিতে,
কষ্ট করছে খেলা তোমার পরশে।
এতো অাপন এতো মায়া
তবু কেন খেলিলা ছলনার খেলা?
অানিলা ডেকে সর্বনাশা ঢেউ
ভাঙ্গিলা হৃদয়ের স্বপ্ন মহল,
হইল রিক্ত শূন্য মনের ঘর,
বেদনার খেলা হইল অাপন
দিয়ে গেলে তুমি দুঃখের দহন।