চলিবার পথে হঠাৎ থমকে দাঁড়িয়ে
অবাক অামি নিশ্চুপ হয়ে!
রয়েছি তাকিয়ে,অপরূপ দৃশ্যের পানে,
হাসিতেছে সে প্রাণ খুলিয়া।
প্রকৃতি হয়ে বাধন হারা
ছুটে চলেছে দূর্বার গতিতে,
ক্ষণে ক্ষণে হাওয়া দিচ্ছে দোলা
বলছে কথা কাব্য মালা।
দেখিয়া তাহারে হৃদয়ের অন্দর মহলে
হইতেছে হৃদ কম্পন স্বল্প স্বরে;
মনের কথা মনের গোপন ঘরে,
ঘুরে ফিরে অার,অাপন সুর তুলে
বার বার বলে,"ওগো সুন্দরী তোমারে"
যুগ যুগ ধরে চিনি ভালবাসার তরে।
খানিক সময় দেখিয়া তোমারে
ভালবাসার অদৃশ্য বিষম রেখা,
স্পর্শ করে অালিঙ্গনের ছোঁয়াতে,
অার পাখির সুরের তালে-
গান শুনায় তোমার সঙ্গী হয়ে।
মানেনা মন কোন বাঁধা
খুঁজে ফিরে শুধু তোমার ঠিকানা,
হৃদয়ের ঘরে সুপ্ত অভিলাসে
মন বলে ভালবাসি তোমারে।