জন্মের পরে কষ্টের জীবন পাওয়া
ছোট থেকে কেঁদে চলেছি,
সঙ্গী সাথী কেউ নেই অামারি
অামি একা একাকী জীবন তরী।
মায়ের অাদর কাকে বলে
পাইনি কোন দিন জীবনের পানে,
বাবা সেতো হারিয়েছে অজানা স্থানে।
জন্মের পরে দু'চোখ খুলে
একাকী অামি কেউ নেই পাশে;
মা-বাবা ফেলে রেখে মোরে
জানি না কিবা দোষে,রাখিয়া অামারে
চলিল তারা নিজের পানে।
সেই থেকে শুরু,কষ্ট অামার সাথী
দিবানিশি ছুটে চলি,একটু খাবারের লাগি
কেউ দেয় খাবার মোরে
কেউ বলে দূরে যা,কাঙ্গালি ভিখারিরে।
সহ্য করে হাজার যন্ত্রনার রেখা
চলে অামার জীবন বেলা:
কেউ বুঝেনা মনের যাতনা
শুধু দেয় অাঘাত অার লাঞ্ছনা!
কিবা দোষে হলেম অামি
অাজ রাজপথের,পরম কাঙ্গাল এই অামি।
জানি না সুধাব কারে মনের কথা
নাকি ছিল শুধু বিধাতার লেখা,
অাজি ক্ষণে ক্ষণে মনের কোণে
শুধু একটাই প্রশ্ন জাগে;
কাহার তরে কিসের লাগি?
হলাম পথের টোকাই অামি।