জন্ম থেকে জ্বলছি অামি
কষ্টের জীবন পাওয়া
জন্মের পরে মায়ের অাদর
কি তা জানিনা।
কে বা অামার মা বাবা
কারাইবা অাপনজন
শুধু জানি এই জীবনে
কাঁদিব সারাক্ষণ।
অামি এক পথের শিশু
পথেই করি বাস
দুই বেলা খাওয়ার জন্য
কষ্ট করি দিন রাত।
পথের শিশু অামি এক
যার নাম শুধু কষ্ট
বুক ভরেছে শত বেদনায়
অাঘাত পেয়েছি অজস্র।
সুখ সেতো মরীচিকা
যায়না তাকে ধরা
কপালে সুখ নেইতো লেখা
দুঃখে দিলাম গা ভাসাইয়া।


(বি:দ্র: অামার এই কবিতাটি বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এর "অাগামী সংখ্যাতে" প্রকাশিত হয়েছিল)