দিন দিন দেখছ তুমি
হচ্ছি অামি বড়,
বিদ্যালয়ে যাওয়ার সময়
এখন বুঝি হল।
মা যে তুমি নতুন শিক্ষক
অামার পড়ার সাথী;
পড়ার টেবিলে অামার পাশে
বসে থাকো তুমি।
হঠাৎ করে একি হল!
খোকার শরীর খারাপ
অস্থির হয়ে বলছে মা,
খোদা অামার প্রাণটা যাক।
কাঁদছে মা নয়ন জলে
সেবা করে দিনে রাতে,
ক্ষণে ক্ষণে প্রার্থনা করে
খোদা,ভাল কর মোর খোকারে।
মায়ের সেবায় অতি যতনে
ভাল তুমি হলে,
খুশিতে মা অাত্নহারা
যেন প্রাণ ফিরে পেল।


                           (অসমাপ্ত)