মা খোকারে জন্ম দিল
তবু মাকে বুঝে না,
এতো অভাগা খোকা তুমি
নিজেও জান না।
সারা জীবন পড়লে নামাজ
কিছুই হবে না,
মায়ের সেবা না করলে
মরেও শান্তি পাবে না।
মা সুখ,মা স্বর্গ
মা বেহেস্তের ছায়া,
মায়ের অাঁচল নিচে অাছে
সকল দুঃখের শান্তনা।
মায়ের স্পর্শে পরাণ জুড়ায়
শান্ত হয় যে মন,
মা নামটি ডাকলে পরে
শান্তি পায় যে মন।
হে অভাগা খোকা তুমি
মাকে চিনলা না,
সুখ ছেড়ে দুঃখ তুমি
নিলা অাপন করিয়া।


                 (অসমাপ্ত)