সন্ধ্যা হবার খািনক বােদ
সবায় ফিের অাপন ঘরে।
যখন অন্ধকারের কালো রেখা,
ক্রমে ক্রমে উজ্জীিবত হয়ে
সারািদন প্রহর গুেণ সন্ধ্যার তরে!
সূর্য সারািদন ব্যস্ত থাকার পরে
একটু থামে অালোর কিরণ নিেভ,
পৃিথবী হারিয়ে যায়,অাধােরর ঘরে
তখন দূর থেকে দূের-
থাকা অজানা কোন স্থানে,
সব কিছু পেছনে ফেলে
পািখ সকল ফিের অাপন নীড়ে।
অািমতো ফিরতে পাির না,নিজের ঘরে
সেই কবে হারিয়েছি চেনা পথ;
সব কিছু অাজ ফ্যাকাসে লাগে!
মনের অন্দর মহলে,দুঃখের চোরাবালি
অামি যেন অাস্তে অাস্তে,
নিন্মজিত হচ্ছি অন্ধকারের করাল গ্রাসে।
অামার হৃদয় মাঝে প্রতিনিয়ত
যাতনা খেলিছে ধ্বংসের খেলা,
নাই কোন মনে স্মৃিতর অালপনা
সব কিছু ভুলে নিজের অজান্তে:
হয়েছি অামি ঠিকানা বিহীন
তাই অাজ চলি অামি একাকী
নাই কোন মোর জীবনের তরী।