তোমার অপেক্ষাতে অাজ প্রকৃতি
সেজেছে অপরূপ সাজে নানা অাঙ্গিকে।
তোমার অপেক্ষাতে অাজ শিশির
খুব সকালে বিলিন হয়েছে।
তোমার অপেক্ষাতে অাজ সূর্য
ভোরের ঊষালগ্নে প্রদীপ্ত অালোর কিরণে।
তোমার অপেক্ষাতে অাজ পাখি
মধুর সুরে উঠে ডাকি।
তোমার অপেক্ষাতে অাজ হাওয়া
সুপ্ত পরশে দিয়ে যায় দোলা।
তোমার অপেক্ষাতে অাজ পুকুরে
রোদের খেলা ঝকমক করে।
তোমার অপেক্ষাতে অাজ বাগানে
ফুলেরা সব প্রাণ খুলে হাসে।
তোমার অপেক্ষাতে অাজ রাখাল
গান ধরেছে বাঁশির সুরে।
তোমার অপেক্ষাতে অাজ বিকেলে
গৌধূলীর খেলা অাকাশ জুড়ে।
তোমার অপেক্ষাতে অাজ দিনের শেষে
সন্ধ্যা নামিছে পৃথিবীর বুকে।
তোমার অপেক্ষাতে অাজ অামি
ক্লান্ত হলাম পথ পানে চেয়ে থাকি।
অাসলে না তুমি,দেখলে না তুমি
প্রকৃতি অাজ সেজেছে নানা অায়োজনে,
সব কিছু তাই হল বিলিন
অামি চলিলাম নিজের ঘরে।