এই মহাবিশ্ব এক মায়াবী রঙ্গমঞ্চ পাতা!
আমি এক ক্ষুদ্রতম দুঃখের অভিনেতা।
নিত্য নিয়মে মিথ্যা অভিনয় করে যাচ্ছি অবিরত!
মিথ্যা অভিনয় করতে করতে আজ ভীষণ ক্লান্ত।


এখন একটু সুখের অভিনয় করতে চাই!
কিন্তু পরিচালক সুখের অভিনয় রাখেন নাই।
কেন রাখেননি তিনি একটু সুখ বিলাসী দৃশ্য!
আর কত দিন এই চরিত্রে অভিনয় করে হবো নিঃস্ব?


এভাবেই কি কেটে যাবে সারাটা জীবন!
নাকি অবশেষে ফিরে পাবো সুখের ভূবণ?
জানি এইসব প্রশ্নের উত্তর কোন দৃশ্যপটে নাই!
তবুও সুখের আশায়-দুঃখের গোলামি করে যাই।


সকল দুঃখগুলো যদি সুখ হয়ে ফিরে আসে একদিন!
সেদিন হৃদয়ের মাঝে বাজবে সুরেলা সুখের বীণ।
উদিত হবে সুখের সূর্য,বাগানে ফুটবে ফুল,পাখির কণ্ঠে গান,চাঁদ ছড়াবে আলো!
জীবন যেন হবে স্বপ্নের মতন রঙিন,লাগবে অনেক ভালো।


তাই তো পরিচালকের কাছে একটাই চাওয়া!
একটু সুখ বিলাসী দৃশ্যপটে অভিনয় পাওয়া।