অল্প জলে পুটি নাচে
সাগর জলে তিমি।
ঝিনাই নদীর পুটি ভাবে
আমি জগৎ স্বামী।


পুটি মাছে শখ করে
গেল যমুনার ধারে।
গভীর জলে হারিয়ে গেল
উপায় নাহি মেলে।


ক্ষমতা যত ছিল তাহার
ফুরাই গেল কেটে সাঁতার।
নিস্তেজ হয়ে ভাবে ভেসে ভেসে
নদীর মাঝে এত জল!
কোথা হতে আসে?


ভাসতে ভাসতে হল দেখা
তার জাত ভাইয়ের সাথে।
প্রশ্ন করে উত্তর পেল
জল আসে ঝরণা হতে।


স্রোতের বেগে ঢেউয়ের তালে
অবশেষে পড়িলো সাগর জলে।
বুঝে গেল মরণকালে
তার জীবনটাই ছিল ভুলে।