একদিন হারিয়ে যাবো
দূর আকাশের অন্ধকারে।
আর আসিব না ফিরে
মায়ার এই নীড়ে।


যতই ডাকো বারংবার
ফিরে আসিব না আর
ক্রন্দন করিয়া গড়িতে সংসার।


এই ভব মায়ার জালে
কত জন?কত কালে কালে??
ধরা দিয়েছে দলে দলে।
বিদায়ী সাঁজ ভুলে।


সকল কিছু ফেলে
যেতে হবে চলে।
অনুধাবন করো-
মনের দোয়ার খোলে।


অশ্রু বিসর্জনে কি হবে?
তাতে কি আর লাভ পাবে?
ক্ষণেক পরে তো চলেই যাবে।
পরিপাটি হউ তবে।


অচিনপুরের তরী
কিনারায় ভিড়বে তাড়াতাড়ি।
যাহা পাও,তাহা নিও ভরি।
দিতে হবে অসীম পথ পাড়ি।


যদি থাকে তাড়া
সাথে নিও ভাড়া।
না হলে মিলবে নাহি ছাড়া।


তরীতে নই তুমি একা
তবুও দেখিবে ফাঁকা।
সবাই দিবে গা ঢাকা।


যদি থাকে সম্বল।
ভিড় জমাবে সকল।
তুমি যে সে কালের বীরবল।