এক সর্বনাশী মায়াবিনীর
বাঁকা তীক্ষ্ণ ফলার আঘাতে
ক্ষত বিক্ষত হৃদয়ে
আমি যে খুন হয়েছি।


তাহার মিষ্টি গোলাপি ঠোটের
মায়া ঝরানো হাসির ঝলকে
মন আমার হনন করেছে এক পলকে।


তাহার আলতা রাঙানো
রূপসী পদ ছাপে
দাগ কেটেছে আমার বুকে।


তাহার কথা ভেবে ভেবে
কত যে রাত কেটে যায় আমার
নির্ঘুমে কল্পনার জগতে।


ছলনাময়ী মায়াবিনী
খুনি হতে পারে
তা ভাবতে পারিনি।


আজ বুকে হাত দিলেই
শূন্যতা অনুভব করি।
বড্ড একা একা লাগে।


এ যে প্রাণ শূন্য নিথর দেহ
জীবন থাকিতেও মৃত।
তাই বুঝে উঠেনি কেহ
আমি যে খুন হয়েছি।