নীল আসমানের অভিমানে
ছেয়ে গেছে কালো মেঘে।
গুড়ুম গুড়ুম বজ্রপাতে
বুঝি বৃষ্টি আসিবে নেমে।


ভাবিতে ভাবিতে ভারী বর্ষণে
নদীনালা,খাল-বিল,মাঠ-ঘাট
জলে গেল ভরে।
উজান থেকে জলরাশি
ভাটিতে আসিল তেড়ে।


চারদিকে শুধু জলের খেলা
কষ্টে কাঁটে বেলা
যমুনার পাড়ে বয়েছে কত?
দুঃখ,কষ্টের মেলা।


ঘরবাড়ি, হাট বাজার
সবই পানির নিচে।
খাদ্যহীন কেমন করে
বানভাসিদের জীবন বাঁচে।


ঘরের চালায়, কলার ভেলায়
দিন চলে ভেসে ভেসে।
অবাক পলকে তাকিয়ে থাকে
ত্রাণ নিয়ে নাহি কেউ আসে।


সর্বনাশা, ভয়াবহ বন্যায়
চারদিক মুখরিত বানভাসিদের কান্নায়।
কত মানুষের জীবন গেল?সাপের দংশনে।
আরও কত পানিবাহিত রোগের আক্রমণে।


স্রষ্টা কোন গজব দিল
বুঝ আসে না মনে।
হে মাবূদ রক্ষা করো
ক্ষমা চাই মনে প্রাণে।


রচনাকালঃ ২০/০৭/২০১৯ ইং।
বিষয়বস্তুঃ অতীতের ৫০ বছর রেকর্ড ভেঙে ২০১৯ সালের ভয়াবহ যমুনা নদীর বন্যা পরিস্থিতি।