মানুষ হয়ে বাঁচবো মানুষের মাঝে
যতদিন এই দেহে মোর প্রাণ আছে।
আমরা যদি মানবকুলে জন্ম নিয়ে
মরে যাই পশু,পাখি,জানুয়ার হয়ে!
মানুষ হতে না পারি ভব সংসারে!
কি হবে এত আয়োজন জন্মের তরে।
দম্ব,অহমিকা যেন না আসে অন্তরে
জীবন ভর চলিতে চাই নত শীরে।


ধন সম্পদ সোনাদানা সঙ্গে যাবে না
নাম,যশ শেষ দিন কাজে আসবে না।
চাই না আমি দুনিয়ার সুখ বিলাসী
পরকালে যে আমি হই জান্নাতবাসী।
মানুষ বলে কবুল কর হে রাব্বানা
জন্মের তরে মোর একটাই বাসনা।