চেহারা দেখে কি আর সুখ মাপা যায়?
মুখে হাসি,অন্তরে দুঃখ,কষ্টের দুর্গম পাহাড়,
চোখে অজস্র স্বপ্ন,মনে তপ্ত আগুন,
স্বপ্ন ভাঙার বেদনায় হুহু করে কাদে মন।
সদা সর্বদা সবার মাঝে হেসে চলা মানুষটি
বাহির থেকে দেখে মনে হয় কত পরিপাটি।
বাস্তবে সে ততটা পরিপাটি নয়,বড় ছন্নছাড়া
হৃদয়টি তার দুঃখ,কষ্ট,আর বেদনায় ভরা।
জীবনে চলার পথে আঘাতে,আঘাতে ক্ষত
গভীর রাতে কষ্টের সাগরে ভাসে অবিরত
বাস্তব জীবন কতটা যে কঠিন থেকে কঠিন
মুখোমুখি না হলে বুঝা যায় না কোনদিন।