যদি করিতে চাও পূর্ণ!
বাংলায় স্বর আর ব্যঞ্জন বর্ণ!!
তবে তো লাগবেই কার চিহ্ন।


শিক্ষায় শিক্ষিত হয়ে হলাম ধন্য!
পরিণামে বেকার বলে হলাম গন্য!!
শুধু কর্মসংস্থানের জন্য।


জীবনের অর্ধটা সময়!
শিক্ষার পিছে করিলাম ক্ষয়!!
আজ বেকার হল পরিচয়।


বেকারত্ব গুছার তরে!
ছুটে চলছি দেশের প্রান্তর তেপান্তরে!!
হারিয়ে যাই লাখো বেকারের ভীড়ে।


সবার মনের একটাই ভাষা!
বেকার গুচে মিটবে আশা!!
কিন্তু সময় গড়িয়ে শুধুই নিরাশা।

মামা খালুর কবলে!
মেধা পড়েছে তলে!!
বেকারের কপালে!আকার নাহি মেলে।


তবুও এই ছন্দ পতনে!
ছুটতে হবে পূর্ণতা পেতে!!
স্বপ্ন আর আশায় বুক বেধে।


এই বেকারত্ব যুদ্ধের জয়!
হবেই হবে একদিন নিশ্চয়!!
চেষ্টা,ভরসা আর পরিশ্রমের বিনিময়।