শুনেন মহাশয়!
খেলাধুলায় থাকবেই জয়-পরাজয়।
তাই বলে হেরে গেলে গালি
জয়ের বেলাই তালি,
আনন্দ উল্লাসে করি ফালাফালি।


আমার দেখায় এ বিশ্বকাপে।
সব দলই রয়েছিল টাইগারদের চাপে।
তারপরেও জয়-পরাজয়।
কষ্ট হলেও মেনে নিতে হয়।


এবারের বিশ্বকাপে শক্তিশালী তামিম
খেলেছে বড্ড নিম্।
মনে হয় বয়সের ভারে
দাড়াতে পারেনি ঘুরে।


এবারের বিশ্বকাপে
ঝড় তুলতে গিয়ে সময় সরকার।
অল্প রানে আউট হয়েছে বারবার।


বিশ্বসেরা সাকিব আল হাসান।
হয়েছে দলের মহাপ্রাণ।
সে যে বাংলার অলরাউন্ডার,বিশ্ব চ্যাম্পিয়ন।
বিশাল সংখ্যক রান আর উইকেট নিয়ে
ধরে রেখেছে বাংলার সম্মান।


আমাদের সেই আদরের মোশফিক
মোটামুটি ভালই খেলেছে ঠিক।
টুকটাক করে রান নিয়ে
দলকে নিয়ে গেছে অনেক উপরে।


মাঠের বাহিরে লিটন দাস।
দেশজুড়ে চলছিল ফুসফাস।
মাঠে নেমেই ব্যাটিং এ করিল জয়
পরবর্তী ম্যাচেই বিপর্যয়।


হয়ে বাংলার বীর
মাঠে গিয়ে সাব্বির।
অল্প কিছু রান করে
ফিরে আসিল মাঠ ছেড়ে।


মেহেদী, মোস্তাফিজ,সাইফুদ্দিনের বলে
কত উইকেট গেল চলে।
সর্বনাশা রানের তালে তালে।


কত কিছু ভেবে?
রুবেলকে নিয়ে দলে
চার ছক্কার বন্যা হল
প্রতি বলে বলে।


অবশেষে আসি প্রিয় মাশরাফি।
যে কোটি বাঙালির আশার বাতি।
শত ত্যাগের বিনিময়ে
দলকে নিয়ে যেতে চান এগিয়ে।
বিশ্বের বুকে মাথা উচু করে।
ফিরতে চায় বাংলার সম্মান নিয়ে।