হে প্রবাসী ঘুরে যাও
প্রহেলা বৈশাখে।
দেখে যাও কত আয়োজন?
বাংলার বোকে।


রংধনুর রঙ্গের ভাজে
বঙ্গ আছে সেজে।
কত হাসি কত উল্লাস
বাঙ্গালির মাঝে।


ইলিশ মাছ আর পান্তা ভাতে
হৈ চৈ পড়েছে নব প্রভাতে।
সকল স্বরে একই সুর
ছোটে বেড়াবে আজ বহুদূর।


আজ বাঙ্গালি নারী
মর্ডান ছেড়ে পড়ছে শাড়ী।
লাল ফিতা আর কাচা ফুলে
বেণী গেথেছে চুলে।


সকলের হাতে ফুলের ঢালা
চলেছে রমনা বটতলা।
শত সাজে অজস্র পরী
রূপেগুনে যেন সত্যি বাঙালী।


আজ বাংলার পাল
উড়াবে মাঝি-মাল্লা,বাউল।
কারো হাতে একতারা
কারো কাধে ঢোল।


আজ বাংলার প্রান্তরে
বসেছে নব বর্ষের মেলা।
সেথায় জমবে কত?
ঐতিহ্যবাহী লাইঠাবাড়ী,নাগরদোলা।
হে প্রবাসী দেখে যাও
আমার সোনার বাংলা।