মনে কত ইচ্ছা ছিল?
হয়নি পূরণ আর।
সব ছাড়িয়া পাখি আমার!
হইলো ঘরের বা'র।


গাছের নিচে!বসে বসে!
পাখি ভাবে বার বার।
কেমন করে কর্ম করে!
জেলে,কামার, কুমার।


গভীর জলে!জাল ফেলে!
বাহু বলে!টেনে তুলে।
এত কষ্ট করে জেলে!
তবু সংসার সচ্ছলে নাহি চলে।


লোহা পুড়ে!নরম করে!
কামার হাতুড়ি মেরে,মেরে।
কত কিছু বানিয়ে ফেলে?
তবু পর্যাপ্ত কড়ি নাহি মেলে।


কুমার পাড়ার লোকেরা সব
কি নিপুণ কারিগর।
হাড়ি পাতিল গড়ছে তারা
দিন রাত্রি ভর।


কষ্ট করে!কর্ম করে!
তবু দিন চলে না রে।
অর্থ কড়ির অভাবে তারা
থাকে অনাহারে।


কৃষক,শ্রমিক,দিন মজুর
কি বলিবো তাদের কথা।
তাদের জন্যই বেঁচে আছি
আজ মূল্য পায় না তারা।


দিন দুপুরে মাঠের মাঝে
রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে -
ফসল ফলায় কৃষক!
উইপোকা খাচ্ছে বসে!তাদের প্রাপ্য হক।


যাদের বলে!মিল ফ্যাক্টরি চলে!
তারাই পদ তলে।
তারা কবে সম্মান পাবে!
জানি না কোন কালে।


তাতি,দর্জি,নাপিত,মুচি
বড় অবহেলিত তারা।
তাদের ছাড়া,অচল কারা
তা কি ভাবছি মোরা?


ভাবতে গেলে!চোখ মেলে!
বড্ড অসহায় লাগে।
তাইতো পাখি সব ফেলে
বনবাসে গেল চলে।