বন্ধু তুই আমার!
গ্রীষ্মের ডালে ডালে মিষ্টি মিষ্টি ফলফুল
অবলোকন করিয়া মোই হয়েছি ব্যাকুল।


বন্ধু তুই আমার!
বর্ষার মেঘে মেঘে রিমঝিম বৃষ্টির খেলা।
তোর স্বপ্নে মোর কাঁটে সারা বেলা।


বন্ধু তুই আমার!
শরতের কাশবনের সদ্য ফুটা তুলা
শত কষ্টের মাঝেও যায় না তোকে ভুলা।


বন্ধু তুই আমার!
হেমন্তের ঘরে ঘরে কৃষক-কৃষাণীর হাসি
সব ছাড়িয়া তাইতো শুধু তোকে ভালবাসি।


বন্ধু তুই আমার!
শীতের কচি ঘাঁসের বিন্দু বিন্দু শিশির
তোর মায়াবী স্পর্শ মোর হৃদয়ে করেছে ভীড়।


বন্ধু তুই আমার!
রাজ বসন্তী কোকিল
আজও তোকে খুঁজে বেড়াই মাঠ-ঘাট,বন-জঙ্গল,খাল-বিল।