আর কি কখনো
আসিবে ফিরে?
সেই সুন্দর দিনগুলো!
যখন খেলেছি
সর্বাঙ্গে মেখে কাদা আর ধূলো।


যখন গোসলের ছলে
গিয়েছি নদীর জলে
দলে দলে বন্ধু সকলে।
অর্ধবেলা হলে
মা এসে নিয়ে যেতেন কান মলে।


খানা-দানা ফেলে
যখন গাছের মগডালে উঠেছি
ঝোপে ঝাড়ে খেলেছি
জননী মোরে পেত না
করে তল্লাশি।


বেলা শেষে ছলনার বেশে
যখন নীড়ে ফিরেছি
বাবা যেতেন রেগে
মা অভিমান সুরে
বলিতেন!কোথায় ছিলিরে?


আমি মার আঁচল ধরে
বলিতাম খেতে দাও
ভীষণ ক্ষুধা মোর উদরে।
জননী চোখের জল মুছে
খেতে দিতেন মুচকি হেসে।


এমন স্মৃতি বিজড়িত
মধু মাখা সময়!
আর কি কখনো
আসিবে ফিরে?
জানিতে বড় ইচ্ছা হয়।