অনিয়ম আর অনাচারে
ছেয়ে গেছে চারদিক।
কোথা হতে শুরু করিবো
বুঝে উঠতে পারছি না ঠিক।


যতদূর চোখ যায় দেখি
অনিয়ম আর অসংগতি ঘেরা।
এই ধ্বংসাত্মক কবল থেকে বুঝি
পাবে না কেহ ছাড়া।


এই ধ্বংসাত্মক স্বভাব আজ
আমাদের হয়ে গেছে নব্য সংস্কৃতি।
তাই তো ভুলে গেছি মোরা
দেশের প্রকৃত নিয়ম নীতি।


যারা শৃঙ্খলাবদ্ধ
প্রতিজ্ঞায় আবদ্ধ।
দেশকে এগিয়ে নিয়ে যেতে দীক্ষিত
তাঁরাই আজ দুর্নীতিবাজ,অনাচারে লিপ্ত।


আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসন
শুরু করেছে নতুন মিশন।
দুর্নীতিমুক্ত গড়বে দেশ
তাদের ভিতরেই আবার দুর্নীতির মহাসমাবেশ।


উৎকোচ ছাড়া কোন কাজ হয় না
দেশের কোন অফিস আদালতে।
ঘোষ ছাড়া কর্ম জোটে না
বেকার মেধাবীদের কপালে।


যারা আজ আইনের রক্ষক
তারাই দেশের বড্ড ভক্ষক।
আঙুল ফুলে কলাগাছ হচ্ছে
দেশের কত নীতি নির্ধারক।
[অসমাপ্ত ]