নামিদামি মস্ত বড়!
সরকারি অফিসার।
অন্যায় করিয়া কেহ নাকি?
তার কাছে পায় না পাড়।


সে রাস্তায় চলিলে নাকি?
জনতা থরথর করে কাঁপে!
অফিসে প্রবেশ করিলে সকলে নাকি?
চেয়ার ছাড়িয়া লাফিয়ে স্যালুট করে!


যম দ্রুত!যম রাজের মত!
তাকে ভয় পায় নাকি সকল?
তৈলবাঁজদের তৈলাক্তে তবু
তার অবস্থানে সে অটল।


এইতো সেদিনের কথা!
বড়জোর পাঁচ দশেক বছর হবে!
জমিজমা বিক্রি করে চাকরি নিয়েছে সে।
টাকাকড়ি নাকি ভালই কামায়!
এসি রুমের গদি চেয়ারে বসে।


ধন দৌলত,দালান,কোঠা!
করে ফেলেছে সে ডের।
কোটি টাকার ব্যাংক ব্যালেন্স!
পাই নাই কেহ টের।


ঢাকা শহরে বাসা বাড়ী!
রাস্তায় চালায় পাজারো গাড়ি।
গ্রামেও আছে বাংলা বাড়ী!
কত সম্পদের মালিক হয়েছে সে?
মিলাতে পারে না হিসাব কষে।


এখন বড় মাপের এলাকার নেতা!
হয়েছে বড়ই দানবীর!
এলাকার কত গরীব দুঃখী?
জমায় তার কাছে ভীড়।


হঠাৎ একদিন খবর এলো!
এলাকা তুলপাড় করে।
র‍্যাপ পুলিশ তাকে নাকি?
নিয়ে গিয়েছে ধরে।


টাকার লোভে কত নেতা?
কত শত আইনজীবী?
আইনের যত ফাঁকফোকর দিয়ে
করিল অসীম কারসাজি।


কোটি টাকার বাড়ীটিতে নাকি?
দুদক দিয়েছে তালা।
জব্দ করেছে ব্যাংক ব্যালেন্স!
বউয়ের গহনাগাঁটি শাকাবালা।


চাকরি গেল,অর্থ গেল!
চলে গেল মান সম্মান।
সবাই নাকি ভয়েস্থলে!
গালি দেয় হনুমান।      
                        (কাল্পনিক)।


রচনাকালঃ ১২/০৭/২০১৯ ইং।